সদরঘাটে গ্রেট ওয়াল শপিং সেন্টারের আগুন নিভেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২২, ২২:০৮| আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২২:৪৯
অ- অ+

রাজধানীর সদরঘাট গ্রেট ওয়াল শপিং সেন্টারে লাগা আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় রাত নয়টা ৩৮ মিনিটে আগুন পুরোপুরি নিভে যায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার শুক্রবার এসব তথ্য জানান।

রাত আটটার কিছু আগে ওই মার্কেটে আগুন লাগে। শাহজাহান শিকদার জানান, সাতটা ৫৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং ফায়ার সাভিসের কর্মীরা আটটায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে জানিয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, সোয়া ঘণ্টার চেষ্টায় রাত নয়টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আরও প্রায় ২৫ মিনিট পর রাত নয়টা ৩৮ মিনিটে গ্রেট ওয়াল শপিং সেন্টারের আগুন পুরোপুরি নিভে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা