আফগানিস্তানে মিনিবাসে বোমা হামলায় নিহত ৯, আহত ১৩

আফগানিস্তানে দুটি আলাদা মিনিবাসে বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আর হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন।
বার্তা সংস্থা এএফপি জানায়, গতকাল বৃহস্পতিবার দেশটির মাজার-ই-শরীফে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির বালখ প্রদেশের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি এএফপিকে বলেন, বৃহস্পতিবারের মাজার-ই-শরীফের পৃথক জেলায় কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ ঘটে। মিনিবাসের যাত্রীরা ইফতারের জন্য বাড়ির দিকে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিয়া যাত্রীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
অবশ্য হামলার কয়েক ঘণ্টা পরই জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/আরআর)

মন্তব্য করুন