সাতক্ষীরায় পথচারীদের মাঝে কাজী এরতেজা হাসানের ইফতার বিতরণ অব্যাহত

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২২, ১৯:৩৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাতক্ষীরায় পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই'র পরিচালক ড. কাজী এরতেজা হাসান।

আজিজা মান্নান ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিদিন দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করে চলেছেন তিনি। ড. কাজী এরতেজা হাসান এই ফাউন্ডেশনের চেয়ারম্যান।

ইফতার বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় শুত্রবার বিকাল ৫টায় শহরের সংগীতা মোড় এলাকায় অসহায়, দুস্থ পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন কাজী এরতেজা হাসান।

এ প্রসঙ্গে ড.কাজী এরতেজা হাসান বলেন, আজিজা মান্নান ফাউন্ডেশনের মূল লক্ষ্য, দেশের পিছিয়ে থাকা হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়া।

এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে আজিজা মান্নান ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, করোনা দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকেরই কাজ নেই, অর্থ নেই, ঘরে খারার নেই, মুখে হাসি নেই। বিপর্যস্ত এই স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে রমজান মাসে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি।

এসময় তিনি আরও বলেন, আজিজা মান্নান ফাউন্ডেশনসহ ভোরের পাতা গ্রুপ ও দলীয় ব্যানারে দীর্ঘদিন ধরে আমি আমার সামর্থ্য অনুযায়ী দলীয় নেতা-কর্মী সহ মহামারি করোনা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দুঃসময়ে অসহায়, গরিব, মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছি। এটা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ও পারিবারিক শিক্ষা। কোনো কিছু চাওয়া পাওয়ার আশায় নয়। মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে, মনে তৃপ্তি পাই।

পরিশেষে তিনি বিত্তবান ব্যক্তিদেরকে সমাজের গরিব, দুখি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক, সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন (রাজ), জেলা স্বেচ্ছাসেবক লীগের লীগের আহবায়ক মো. শরিফুল ইসলাম খান বাবু, শহর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন (অনু), জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ এজাজ উদ্দিন তাপস, সহ সভাপতি মীর আশরাফ আলী বাবু, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি মহিদার রহমান, দ্য ডেইলি পিপলস্ টাইমের জেলা প্রতিনিধি খন্দকার আনিছুর রহমান, মানবাধিকার উন্নয়ন কমিশন, সাতক্ষীরা সদর থানার সভাপতি আবু জাফর মো. সালেহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মোমিন, কমিশনের সহ সভাপতি, আওয়ামী লীগ নেতা সাংবাদিক মারুফ আহম্মেদ খান শামীম, মো. সোহাগ হোসেন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাগর, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তুহিনুর রহমান তুহিন, ছাত্রলীগ নেতা শেখ জুবায়ের আল জামান, যুবলীগের মো. রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের শেখ নিয়াজ মাহামুদ বিমান, কাজী নজরুল ইসলাম বাবু, রিপোর্টার আল মাছউদ, আতিয়ার রহমান প্রমুখ ব্যক্তিবর্গ।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :