‘ইমরান খানকে হত্যা করা হতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২২, ০৯:০৪
অ- অ+

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ অভিমুখী লংমার্চের ঘোষণা করেছেন। এজন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ারও আহ্বান জানিয়েছেন ক্ষমতাহারানো ইমরান। ইমরান খানের ওই লংমার্চ রক্তাক্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। এর একদিন আগে তিনি বলেন, ইমরান খানকে হত্যা করা হতে পারে।

শেখ রশিদ সোমবার বলেছেন, ক্ষমতাসীন পিএমএলএনের নেতারা ইমরান খানকে হত্যার পরিকল্পনা করছে। লংমার্চেই তার ওপর হামলা চালানোর চেষ্টা করছে সরকার।’

‘রাজপথে সহিংসতা হলে তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দায়ী থাকবেন’ বলেও হুঁশিয়ার করেন শেখ রশিদ।

‘ইমরান খানের জীবন ঝুঁকিতে। কারণ, শরীফ পরিবার এবং পিএমএলএনের অন্য নেতারা তার হাত থেকে মুক্তি পেতে চান।’ বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী।

শেখ রশিদ লংমার্চে ইমরান খানের পাশে থাকবেন বলে মঙ্গলবার ঘোষণা দেন।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাঁচা কাঁঠাল কোলন ক্যানসারের ঝুঁকি কমায়
রোগ নিরাময়ের দাওয়াই রসালো ফল লিচু, লিভার-কিডনি সুস্থ রাখে
বাকৃবিতে আবার গেস্টরুম সংস্কৃতি!
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা