দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত সুচির আপিল আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২২, ১৭:০৩| আপডেট : ০৫ মে ২০২২, ১৭:০৬
অ- অ+

দুর্নীতির দায়ে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় দেশটির আদালত। এ রায়ের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন সুচি। কিন্তু গতকাল বুধবার তার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

দেশটির জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ইউনিয়ন সুপ্রিমকোর্ট সুচির দণ্ডের আপিল প্রত্যাখ্যান করেছে।

শিগগিরই সুচি উচ্চ আদালতে আপিল করবেন বলে এএফপিকে জানিয়েছে একটি সূত্র।

গত সপ্তাহে ৬ লাখ ডলার মূল্যের নগদ টাকা এবং সোনার বার ঘুষ নেওয়সহ ১১টি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় সুচিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তবে সুচির আইনজীবী এ রায়কে ‘অযৌক্তিক’ দাবি করেছেন।

(ঢাকাটাইমস/০৫মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা