বিরল প্রজাতির দুই কচ্ছপ লাউয়াছড়ায় অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ১১ মে ২০২২, ২১:৩৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার বিক্রির চেষ্টাকালে বিরল প্রজাতির দুটি সুন্ধী কচ্ছপ উদ্ধার করা হয়। পরে কচ্ছপ দুটি লাউয়াছড়া ন্যাশনাল পার্কের স্টুডেন্ট ডরমিটরি সংলগ্ন লেইকে অবমুক্ত করা হয়।

মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানায়, মঙ্গলবার একদল শিকারি বিরল প্রজাতির দুটি সুন্ধী কচ্ছপ বিক্রি করতে শ্রীমঙ্গল শহরে নিয়ে আসে। এসইডব্লিউ নামক একটি স্বেচ্ছাসেবী টিম খবর পেয়ে বিষয়ট বন বিভাগকে অবহিত করে। পরে বন বিভাগ কচ্ছপ দুটি উদ্ধার করে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বিরল প্রজাতির দুটি সুন্ধী কচ্ছপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। বলেন, আমাদের লোকজন বিক্রেতাকে বন্যপ্রাণী আইন সম্পর্কে বলার পর তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে তাদের আশ্বস্ত করেন। পরে সুন্ধী কচ্ছপ দুটি লাউয়াছড়া ন্যাশনাল পার্কের স্টুডেন্ট ডরমিটরি সংলগ্ন লেইকে অবমুক্ত করা হয়।

(ঢাকাটাইমস/১১মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :