সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৪ মে ২০২২, ১৭:০৭| আপডেট : ১৪ মে ২০২২, ১৮:৩৫
অ- অ+

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য ও হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কমর্সূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পুলিশের বাধার সম্মুখীন হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সম্মুখ হতে মিছিলটি বের হয়ে স্থানীয় কালীবাড়ি মোড়ে পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে সেখানেই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে করে।

জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, এ্যাড. মল্লিক মঈনউদ্দিন সোহেল, আনসার উদ্দিন, আবুল মনসুর শওকত, আনিসুল হক,আবুল কালাম,ফুলমিয়া, আ.ওয়াদুদ চেয়ারম্যান, আব্দুল হাই চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক এ্যাড. জিয়াউর রহ শাহীন, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা রাকাব উদ্দিন,ব্যারিস্টার মাহদীন,আব্দুল বাসিত,আশিকুর রহমান আশিক,অশোক তালুকদার, আমানুল হক রাসেল,জেলা যুবদলের সহ সভাপতি আমিন,সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ কয়েছ,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সহ সভাপতি ইকবাল হোসেন, শাহজাহান মিয়া,যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু,সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ জুয়েল,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ বিভিন্ন উপজেলা ও সকল ইউনিটের বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৪মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা