পুকুরের মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ভেসে থাকা মরা মাছ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে বিনগ্রাম উচ্চ বিদ্যালয়ের পাশের একটি সরকারি পুকুরের ভেসে থাকা মাছ তুলতে গিয়ে এই ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান শিক্ষার্থী উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রামের কৃষক মোস্তফা মিয়ার ছেলে। তিনি বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজ থেকে গত বছর এইচএসসি পাশ করেছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বিনগ্রামের আজগর আলী ছেলে জাকির হোসেন সরকারি ওই পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। মাছ চুরি রোধে পুকুরের চার পাশে বৈদ্যুতিক তার ও গুনা দেয়া ছিল। সকালে পুকুরের পানিতে একটি মাছ ভাসতে দেখে তা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিক্ষার্থী সাইদুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের অধ্যক্ষ মুনছুর রহমান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মৃত্যুর খবরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টি তিনি গণমাধ্যম কর্মীদের কাছে শুনেছেন।
(ঢাকাটাইমস/১৬মে/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১০

দাগনভূঞায় শিশু শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের পর হত্যা

নড়াইলে ট্রলিচাপায় মাদ্রাসাছাত্র নিহত

মির্জাপুরে মাদক বিক্রি ও সেবনের অপরাধে একজনের সাজা

মৌলভীবাজারে মন্ত্রী শাহাবুদ্দিনের ত্রাণ তৎপরতা

নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

মোংলায় ট্যুরিস্ট পুলিশের স্বাস্থ্য সেবা ক্যাম্প

বন্যার্তদের পাশে প্রবাসীর দিগন্ত, দিল ত্রাণ ও নগদ অর্থ

নরসিংদীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা
