গোপালগঞ্জ পৌরসভায় মেয়র পদে ১১, কাউন্সিলর পদে ৬৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২২, ১৪:৫২

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা অনুযায়ী মুকসুদপুর পৌরসভার আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৭ মে ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং নারী কাউন্সিলর প্রার্থীরা মনোননয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে প্রার্থীরা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের স্বস্ব মনোনয়ন পত্র জমা দেন।

গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১জন জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া ১৫ ওয়ার্ডে কউন্সিলর পদে ৬৮ জন ও ৫টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। গোপালগঞ্জ সদর পৌরসভার মোট ভোটার ৫৫ হাজার ১৮৭ জন।

গোপালগঞ্জ সদর পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন, কাজী লিয়াকত আলী, রেজাউল হক সিকদার রাজু, জি এম সাহাবুদ্দিন আজম, শেখ রকিব হোসেন, মুশফিকুর রহমান লিটন, এম বদরুল আলম, মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, এস এম নজরুল ইসলাম নতুন, দিলীপ কুমার সাহা দীপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল ইসলাম ও মো. আবুল ফাত্তাহ সজু।

অপরদিকে, মুকসুদপুর পৌরসভায় নির্বাচনে মেয়র পদে ৬ জন, ৯টি ওয়ার্ডে কউন্সিলর পদে ৩৪ জন ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন তাদের মনোনয়নপত্র জমা দেন। মুকসুদপুর পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ৩৪৮ জন।

মুকসুদপুর উপজেলায় মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনিত অ্যাড. আতিকুর রহমান মিয়া, স্বতন্ত্র মো. আশরাফুল আলম শিমুল, মো. সাজ্জাদ করিম মন্টু, আহাজ্জাদ মহাসিন খিপু, সাইফুল উদ্দীন আহম্মেদ বিদ্যুৎ, ও আহাদুল ইসলাম আহাদ মিয়া।

এই প্রথম বারের মতো পৌরসভার নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ৯টি ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠি হবে। আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে।

(ঢাকাটাইমস/১৮মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :