ধোবাউড়ায় সড়ক সংস্কার দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কলসিন্দুর-শিবগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে পানিতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন শত শত এলাকাবাসী ও শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে কলসিন্দুর-শিবগঞ্জ ভাঙা ব্রিজের উপর এই মানববন্ধন হয়।
জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ এ সড়কটি খানাখন্দে গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দেখে বুঝার উপায় নেই যে, পাকা সড়ক। সড়কের এমন বেহাল দশায় প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়াও এ সড়কে প্রায় এক যুগ আগে নির্মিত জলব্রিজটি গত ৬ বছর ধরে ভেঙে গেলেও সংস্কারের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। কলসিন্দুর থেকে শিবগঞ্জ তিন কিলোমিটার পাকা সড়কটি সংস্কার না হওয়ায় মানুষের দুর্ভোগের অন্ত নেই।
এ অবস্থায় দীর্ঘ দিনেও সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিবাদ জানাতে সড়কে নেমেছেন সাধারণ জনগণ। দুপুরে সড়কটি সংস্কারের দাবিতে বিশাল এক মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থী। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা অনতিবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানান। এ জন্য তার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
গামারীতলা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান সাবজল খান কলসিন্দুর-শিবগঞ্জ পাকা সড়কে জলব্রিজটি নির্মাণ করেন। কিন্তু ভারী যানবাহন চলাচলে ছয় বছরের মধ্যে ব্রিজটি ভেঙে যায়। এরপর এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তরের। এই সড়কটি পাকা হলেও বর্তমানের চিত্র ভিন্ন। গর্ত আর খানাখন্দে সড়কটি যে পাকা ছিল তা এখন বুঝতে অনেক কষ্ট হবে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, তিনি বিষয়টি নিয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন; কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
(ঢাকাটাইমস/১৯মে/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

গোপালগঞ্জ-ঢাকা রুটে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, জনমনে আতঙ্ক

সরিষাবাড়ীতে যমুনা নদীর বাম তীরে ধস, হুমকির মুখে মহাসড়ক

পদ্মা সেতু পাড়ি দিতে প্রস্তুত ৩৮ মণ ওজনের সম্রাট

পাগনার হাওরে নৌকা ডুবে যুবকের মৃত্যু

নেত্রকোণায় সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পৃষ্ঠপোষকতার অভাবে সংকটে আত্রাইয়ের মৃৎ শিল্প

ভৈরবে অবৈধ অনুপ্রবেশকারী তিন নাইজেরিয়ান নাগরিক আটক
