দেওয়ান লালনের গানে মিজান এন্ড ব্রাদার্স

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২২, ০৯:৪৮| আপডেট : ২২ মে ২০২২, ১০:০৫
অ- অ+

‘কষ্ট যন্ত্রণা বেদন’-শিরোনামে গীতিকবি দেওয়ান লালন আহমেদের লেখা, অটমনাল মুনের সুর ও সঙ্গীতায়োজনে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন মিজান এন্ড ব্রাদার্স খ্যাত মিজান রহমান। গতকাল রাজধানীর একটি স্টুডিওতে গানটির ভয়েজ দেওয়া হয়।

গীতিকবি দেওয়ান লালন আহমেদ জানান, প্রেমের পূর্ণতা বিরহে, দগদগে যন্ত্রনা আর না পাওয়ার তীব্র হাহাকার সত্তিকারের প্রেমের বোধকে জাগিয়ে তোলে।

ঠিক এমন একটি অনুভূতি পাওয়া যাবে এই গানে, গানটি ভেতরের গভীর বোধ থেকে লেখা।

সুরকার অটমনাল মুন জানান এই গানের সুর ভীষণ স্পর্শী যা সব বয়সী শ্রোতাদের মুগ্ধ করবে।

রক ফরমেটে করা এই গানটি নতুন প্রজন্মকে আকৃষ্ট করবে ‌। আমি এই গানটি নিয়ে ব্যাপক আশাবাদী।

মিজান এন্ড ব্রাদার্স খ্যাত মিজান রহমান জানান গীতি কবি দেওয়ান লালন আহমেদের ইতিপূর্বে তিনটি গান করেছি, তার মধ্যে - বীরঙ্গনা, যত দূরে যাও, মিহি ভালোবাসা উল্লেখযোগ্য। কিন্তু ‘কষ্ট যন্ত্রণা বেদন’ গানটি সত্যি অদ্ভুত রকমের মেলোডিয়াস এবং দর্শক-শ্রোতাদের গানটি এক নিঃশ্বাসে শুনতে বাধ্য করবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে গানটি করেছি। এই গানটি আমরা মিজান এন্ড ব্রাদার্সের ব্যানারে খুব শীগ্রই রিলিজ করব।

কথা- দেওয়ান লালন আহমেদ

সুর - অটমনাল মুন

কন্ঠ- মিজান

কষ্ট যন্ত্রণা বেদন

চোখের জলে লেখা কাব্য

সব অরণ্যের রোদন

তবুও ভাববো তোমায় তোমার হয়ে থাকবো |

হিমালয় আশা

গুড়ে বালি সব,

আর বেদনার বাসা

যেন মূল্যহীন অনুভব ;

যা দেখো সেটা ঠিক নয়

ভেবোনা সেটাই আমার পরিচয় জানি সময়ের চাকায় ফুরাবে এই ধকল

যদি সহজ চোখে দেখো বুঝবে ঠিকই কোনটা আসল কোনটা নকল।

(ঢাকাটাইমস/২২ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা