চ্যাম্পিয়ন্স লিগ জিতবে লিভারপুল, বলছে জ্যোতিষী কচ্ছপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২২, ১৮:০৪
অ- অ+

ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময় ঘনিয়ে আসছে। এবারের শিরোপা জিতবে কোন দল- এ নিয়ে গলা ফাঁটাচ্ছেন সবাই। কেউ বলছেন সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হবে লিভারপুল, অন্যদিকে কারও মতে ১৪তম ট্রফির দেখা পাবে রিয়াল মাদ্রিদ।

এবার আসন্ন ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষৎদ্বাণী করল জ্যোতিষী কচ্ছপ। স্পেনের মালাগার সি লাইফ অ্যাকুরিয়ামে অবস্থানরত ‘ইয়েলো’নামক এই কচ্ছপের ভবিষ্যৎদ্বাণী মোতাবেক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ হারিয়ে শিরোপা জিতবে ইংলিশ ক্লাবটি।

বেনালমাদেনা সি লাইফ অ্যাকুয়ারিয়ামের বিপণন পরিচালক মারিয়া মোরোন্দো জানান, প্রায় ১০০ কিলোগ্রাম ওজনের এ কচ্ছপ তাদের ‘জুরাসিক টানেলের তারকা’। দর্শনার্থীদের আগ্রহের শেষ নেই এই কচ্ছপের প্রতি। তবে মোরোন্দো মনেপ্রাণে চান, কচ্ছপটির ভবিষ্যদ্বাণী যেন মিথ্যা হয় এবং ফাইনালে লিভারপুলকে হারিয়ে রিয়াল যেন চ্যাম্পিয়ন হয়।

অ্যাকুরিয়ামে গত ১৫ বছর ধরে আছে ‘ইয়েলো’ নামক এক কচ্ছপ। কচ্ছপটি দেখাশোনার দায়িত্বে থাকা ব্যক্তি কয়েক মিটার দূরত্বে দুটি পাত্রে ব্রকোলির পাতা রাখেন। একটি পাত্র লিভারপুল আর অন্যটি ছিল রিয়াল মাদ্রিদের। কচ্ছপটি যে জলাশয়ে বাস করে, সেখানে পাত্র দুটি নামানো হয়। এরপর কচ্ছপটি বাঁ দিকে থাকা লিভারপুলের পাত্রটি বেছে নেয়। এর মাধ্যমে কচ্ছপটি জানান দিল যে, প্যারিসে আগামী রোববারের ফাইনালে সালাহ-মানেদের হাতেই উঠবে শিরোপা।

উল্লেখ্য, সেমিফাইনালপর্বের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-৩ গোল ব্যবধানে হারার পর দ্বিতীয় লেগে ৩-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। তাতেই ৬-৫ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি। অন্যদিকে সেমিফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ ছিল ভিয়ারিয়াল। প্রথম লেগে ২-০ গোল ব্যবধানে জেতার পর দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাবটিকে ৩-২ ব্যবধানে হারায় জার্গেন ক্লপ বাহিনী।

(ঢাকাটাইমস/২৭মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণকণার জাদু: রেটিনাল রোগে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে সোনার ন্যানোপার্টিকল
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৫৭০ বাংলাদেশি
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ
কতটা হাঁটলে ঝরবে মেদ, দূরে থাকবে ডায়াবেটিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা