বংশালে গৃহবধূর মরদেহ উদ্ধার

জেষ্ঠ্য প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২২, ১২:১১
অ- অ+

রাজধানীর মাহুতটুলী এলাকার একটি বাসা থেকে রত্না আক্তার(১৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে বংশাল থানা পুলিশ।

রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা খবর পেয়ে রাত ৮টার দিকে গৃহবধূ রত্না আক্তার(১৮) মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ১১টার দিকে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠাই। পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী আরিফ হোসেন(২০)পালিয়ে যায়।’

ওসি আরও বলেন, ‘দুদিন আগে জামালপুর থেকে রত্না তার স্বামী আরিফকে নিয়ে মামা বেলায়েত হোসেনের বাসায় বেড়াতে আসেন। তারা দুজনে ওই বাড়ির নিচতলার একটি ছোট্ট কক্ষে ছিলেন। বিকেলে আরিফ মামীকে ফোন করে বলেন, ঘরের ভিতরে আপনার ভাগ্নির লাশ পড়ে আছে। পরে ঘরের বাইরে থেকে লাগানো দরজার ছিটকিনি খুলে মরদেহ দেখতে পায়।’

পুলিশ আরিফকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

মৃত রত্নার মামী রাশেদা বেগম ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা বংশাল মাহুতটুলী ৮/২/ক শাজাহান মিয়ার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকি। আমি বাসা বাড়িতে ঝিয়ের কাজ করি আমার স্বামী বেলায়েত হোসেন ভ্যান চালক। গত শুক্রবার হঠাৎ রত্না তার স্বামীকে নিয়ে আমাদের বাসায় ওঠায় নতুন জামাই হিসেবে আমাদের রুমে থাকতে দিই। আমরা দ্বিতীয় তলার একটি কক্ষে দুদিন ধরে থাকি আমার স্বামী বাইরে ছিল। আমি কাজে ছিলাম। বিকেলে হঠাৎ ফোন আসে আরিফের। সে বলে ঘরের ভিতরে আপনার ভাগ্নির লাশ পড়ে আছে।’

ওই বাড়ির কেয়ারটেকার বাদশা মিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ভাড়াটিয়া রাশেদা বেগম আমাদের খবর দেন, ভাগ্নিকে তার স্বামী মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে দেখি, ঘরের মেঝেতে লাশ পড়ে আছে।

(ঢাকাটাইমস/৩০মে/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্তে নেমেছে র‍্যাব
হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
মুরাদনগরে আলোচিত নারী নির্যাতন: বড়ভাই ফজর আলীকে ফাঁসাতে ওই নারীকে হাতিয়ার বানান শাহ পরান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা