কর্ণাটক: হিজাব পরার দাবিতে বিক্ষোভের ঘটনায় বহিষ্কার ২৩ ছাত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২২, ১৭:৪১
অ- অ+

ভারতের কর্ণাটকের উপ্পিনগাদি সরকারি ফার্স্ট গ্রেড কলেজের শ্রেণকক্ষে হিজাব পরার দাবিতে কলেজের ভেতরে বিক্ষোভের কারণে ২৩ ছাত্রীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ।

দ্য টেলিগ্রাফের এক অনলাইন প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে হিজাব পরার অনুমতির দাবিতে বিক্ষোভ করেন কলেজের বেশ কিছু ছাত্রী।

মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআইকে পুত্তুর বিজেপি বিধায়ক এবং কলেজ উন্নয়ন কমিটির (সিডিসি) চেয়ারম্যান সঞ্জিব মাতান্দুর বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করায় গতকাল সোমবার তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার কলেজে সিডিসি’র একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিক্ষোভকারীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ডিসেম্বরে কর্ণাটক রাজ্যের একটি কলেজে কয়েকজন শিক্ষার্থীকে হিজাব পরে আসায় ঢুকতে দেওয়া হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

পরে হিজাব পরার দাবিতে এক রিটের পরিপ্রেক্ষিতে গত মার্চে কর্ণাটক হাই কোর্ট বলেছে, হিজাব মুসলমানদের প্রয়োজনীয় পোশাক নয়। হিজাব পরতে না দেওয়ার কারণে কারো ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন হয় না। আর প্রত্যেকেরই উচিত শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক পরিধান করা।

হাইকোর্টের এ আদেশের পরে রাজ্যের কোন স্কুলে কেউ হিজাব পরে আসলেই বাধা দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। ইতোমধ্যে, বহু ছাত্রীকে হিজাব পরে কলেজে আসায় বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা