বেলার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে, ইভিএমে ধীরগতির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০২২, ১২:৩৪

সকালে ভোট শুরুর পর বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে কেন্দ্রগুলোতে। বেলা সাড়ে এগারোটার দিকে কুমিল্লা শহরের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকতলা উচ্চবিদ্যালয় ও হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন—ইভিএমে ধীরগতির কারণে ভোট গ্রহণে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন উপস্থিত ভোটাররা। এদিকে কোনো কোনো ভোটারের আঙুলের ছাপ মিলছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

শহরের শাকতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ধীরগতির অভিযোগের বিষয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ জানান, ভোট দিতে কিছুটা সময় লাগছে। ভোটাররা সেটি ধীরগতি বলে মনে করছেন। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ১২ শতাংশ ভোট পড়েছে বলেও জানান এই প্রিসাইডিং কর্মকর্তা।

এদিকে বেলা সাড়ে ১০টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ইভিএমে ধীরগতি ও কারো কারে আঙুলের ছাপ না মেলার অভিযোগের বিষয়ে কথা বলেন রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী।

সাংবাদিকদের তিনি বলেন, ‘ধীরগতির বিষয়টা হচ্ছে, একজন ভোটার তিনটা ব্যালটে ভোট দিচ্ছেন। ভোট দেয়ার আগে তারা চিন্তা করতে সময় নেন। তাছাড়া এবারই প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছেন। এসব কারণে কিছুটা সময় লাগতে পারে।’

আঙুলের ছাপ মিলছে না- অভিযোগের বিষয়ে রিটার্নিং অফিসার বলেন, ‘অনেক সময় রেখার কারণে আঙুলের ছাপ মিলতে সমস্যা হতে পারে। একটু-আধটু সমস্যা হতে পারে। তবে যাদের ফিঙ্গার মিলছে না তারাও শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন।’

এসময় তিনি ভোটের পরিবেশ সম্পর্কে বলেন, ‘সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বলে সব প্রিসাইডিং অফিসার ও এজেন্টরা জানিয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

(ঢাকাটাইমস/১৫জুন/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :