পদ্মার ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট

পদ্মা নদীতে পানি বাড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ১ নম্বার ফেরিঘাট এলাকা ভাঙনের কবলে পড়েছে। এসব বাড়ি-ঘর গত বছরও পদ্মার ভাঙনের শিকার হয়েছিল। তখন বসতঘর ভেঙে দূরে সরিয়ে নিয়েছিলেন ভানভাসীরা।
এছাড়া নদীতে স্রোত থাকায় ফেরি চলাচল সাময়িক ব্যাহত হওয়ার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের কর্মকর্তারা।
এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়ার জিরো পয়েন্টে শতাধিক দূরপাল্লার পরিবহণ, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আটকা পড়েছে।
শুক্রবার দুপুরে সরেজমিন দেখা গেছে, দৌলতদিয়ার ১ নাম্বার ফেরিঘাটের মজিদ শেখেরপাড়া এলাকায় পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে। ওই এলাকার বাসিন্দা জাহানারা বেগম বলেন, ভাঙন শুরু হওয়ায় বাড়ি-ঘর নিয়ে খুবই চিন্তায় আছি।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, পদ্মায় হঠাৎ পানি বাড়ায় দৌলতদিয়া ১ নাম্বার ফেরিঘাট এলাকার মজিদ শেখেরপাড়ায় রাত থেকে ভাঙন শুরু হয়েছে। এছাড়া নদীতে স্রোত থাকায় ছোট নৌকা চলাচল না করতে নির্দেশনা দিয়েছি।
পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ ঘাট শাখার দায়িত্বরত কর্মকর্তা সালমা খাতুন বলেন, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পানি বাড়ায় ভাঙন শুরু হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জুন/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার

লোহাগড়ায় বিনামূল্যে শিক্ষার্থীদের চোখ পরীক্ষা

ফেনীতে মা-ছেলের লাশ উদ্ধার

সিলেটে 'ভ্রাম্যমাণ ভ্যাট বুথ' উদ্বোধন

সড়ক নির্মাণের নামে ভেকু দিয়ে উপড়ে ফেলা হয়েছে ৯২টি তালগাছ ও ৫১টি খেজুরগাছ

বৃষ্টি কামনায় শিশুদের গান ‘আল্লাহ মেঘ দে, পানি দে’

সিলেটে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

কেসিসি নির্বাচন: প্রচারণায় ‘সাউন্ড সিস্টেম ও ডিজিটাল’ পদ্ধতিতে রেকর্ডের কদর বেড়েছে

বগুড়ায় রোডমার্চ শেষে ফেরার পথে গণতন্ত্র মঞ্চের নেতাদের গাড়িবহরে হামলা
