এক দিনে আক্রান্ত বেড়ে ছয়শোর কাছে, শনাক্তের হার ৭.৩৮

দেশের করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। গত এক দিনে তা আরও বেড়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ৫৯৬ জন। এতে শনাক্তের হারও বেড়ে সাত শতাংশের ওপরে চলে গেছে। তবে উল্লেখিত সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৯৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭.৩৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত ৫৯৬ জনের মধ্যে ঢাকাসহ ঢাকা মহানগরীরই ৫৫৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জন। মোট শনাক্তের হার ১৩.৭৫ শতাংশ।
গত ২৬ ফেব্রুয়ারি শনাক্তের হার পাঁচের নিচে নামে। সেদিন শনাক্তের হার ছিল ৪.১৫ শতাংশ। এরপর থেকে শনাক্তের হার কমতে থাকে। এক পর্যায়ে শনাক্তের হার শূন্য দশমিক ২০ শতাংশেরও নিচে নেমে আসে। তবে জুনের প্রথম দিকে থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হওয়ায় দেশে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে। অন্যদিকে একইসময়ে আরও ৪৯ জন করোনা থেকে সেরে উঠেছেন। তাদের নিয়ে দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
(ঢাকাটাইমস/১৯জুন/ইএস)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট

পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত দুই যুবকের মৃত্যু

২৪ লাখ মানুষকে কলেরার টিকা খাওয়াচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর

পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ

মার্শাল আর্ট প্রতিযোগিতায় বিজিবির খেলোয়াড়দের অসাধারণ ক্রীড়া নৈপুণ্য

পদ্মা সেতুর দুই থানায় যেভাবে চলছে কার্যক্রম

পদ্মা সেতুতে যা যা করা যাবে না, গণবিজ্ঞপ্তিতে সতর্কতা

সয়াবিন তেলের দাম কমল লিটারে ৬ টাকা

ঢাকার চতুর্দিকে ব্রিজ ভেঙে উপযোগী করা হবে নৌ চলাচল
