তাসকিনকে নিয়ে স্বস্তি, ফিরেছেন বোলিংয়ে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২২, ১৮:২৬
অ- অ+

দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। খেলা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষেও। প্রায় সুস্থ হয়েই উঠেছিলেন তিনি, এমতাবস্থায় আবারও তিন দিনের বিশ্রামে যান তিনি। অবশেষে মিললো স্বস্তির খবর। বোলিংয়ে ফিরেছেন তাসকিন আহমেদ।

আজ মঙ্গলবার মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন ২৭ বছর বয়সী ডানহাতি পেসার তাসকিন আহমেদ। মাঠে এসেই অনুশীলনে নেমে পড়েন তিনি। এরপর চলে তার বোলিং সেশন। এ সময় তাসকিন কোনো রকমের অস্বস্তিবোধ করেননি বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তাসকিনের ইনজুরি নিয়ে দেবাশীষ জানান, 'তিনি(তাসকিন) কাঁধের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন। হঠাৎ করে বোলিংয়ের সময় কোমর ব্যথা অনুভব করেন। তাই তৎক্ষণাৎ তাকে তিন দিন বিশ্রাম নিতে বলি। বিশ্রামের পর আজ(মঙ্গলবার) আবারও বোলিং করেছেন তিনি। কিন্তু কোনো ব্যথা অনুভব করেননি। কাল আবারও বোলিং করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তার ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই।'

ইনজুরিতে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে খেলতে পারছেন না তাসকিন। অবশ্য ইনজুরির কথা বিবেচনা করেই টেস্ট সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে রয়েছেন তাসকিন। শারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার বিমানে উঠবেন তিনি।

(ঢাকাটাইমস/২১জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা