পুনরায় আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হলেন বিচারপতি শওকত হোসেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২১ জুন ২০২২, ২২:২৫

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেন। দুই বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে দুই বছর মেয়াদে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ করা হলো।
ঢাকাটাইমস ২১ জুন ইএস

মন্তব্য করুন