আট বছর পর ব্যাটিংয়ে নেমে বিজয়ের সংগ্রহে ২৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২২, ২৩:২০| আপডেট : ২৪ জুন ২০২২, ২৩:৫১
অ- অ+

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দীর্ঘ আট বছর পর একাদশে জায়গা পান উইকেটকিপার ব্যাটার এনামুল হক বিজয়। এতদিন পর আন্তর্জাতিক টেস্টে ব্যাট করতে নেমে ২৩ রানে থামলেন তিনি। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ১০৫ রান তুলেছে সাকিব আল হাসানের দল।

এখন ২৬ রানে নাজমুল হোসেন শান্ত ও শূন্যরানে লিটন কুমার দাস অপরাজিত রয়েছেন।

শুরু টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। সমতায় ফেরার এই ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালোই ছিল সফরকারীদের। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মাহমুদুল হাসান জয়। অ্যান্ডারসন ফিলিপের করা বলে বোল্ড হওয়ার আগে ১০ রান করেন জয়।

এদিকে আপনতালেই খেলে যাচ্ছিলেন আরেক ওপেনার তামিম ইকবাল খান। এগোচ্ছিলেন অর্ধশতকের পথেই। কিন্তু প্রথম সেশনের ঠিক আগ মুহূর্তে আলযারি জোসেফের করা বলে ব্যক্তিগত ৪৬ রানে আউট হন তিনি। ৬৭ বলে খেলা ইনিংসটি নয়টি চারে সাজানো। দীর্ঘ আট বছর পর বাংলাদেশের জার্সিতে খেলতে নামা এনামুল হক বিজয়ের ব্যাট থেকে এসেছে ২৩ রান।

(ঢাকাটাইমস/২৪জুন/এমএম)

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টেস্ট

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি
চলচ্চিত্র নির্মাণে ৪০ লাখ টাকা সরকারি অনুদান পেলেন জবির তিন শিক্ষার্থী
খুলনার নাছিরপুর খাল উন্মুক্ত, ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস 
জুলাই নিয়ে অপপ্রচারের মাধ্যমে শহীদদের অপমান করছে আ.লীগ: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা