স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ট্রেনের নিচে ঝাঁপ ৩ সন্তানের জননীর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২২, ১৪:৩৭| আপডেট : ২৫ জুন ২০২২, ১৪:৫০
অ- অ+

মির্জাপুরে স্বামীর বিয়ের খবর শুনে খালেদা আক্তার (৩৫) নামে তিন সন্তাননের জননী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উপজেলার ধেরুয়া রেল সেতু এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। খালেদা আক্তার এ উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, গত প্রায় দেড় যুগ রশিদ দেওহাটা গ্রামের হালিম মিয়ার ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে মীর দেওহাটা গ্রামের খালেদা আক্তারকে বিয়ে হয়। তাদের সংসারে১ ছেলে ও ২টি মেয়ে রয়েছে।

এদিকে গত দুই বছর আগে আনোয়ার হোসেন একই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে রাশেদা আক্তারকে গোপনে বিয়ে করেন। গত এক সপ্তাহ আগে খালেদা আক্তার তার স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পারেন। এরপর থেকে দাম্পত্য কলহ শুরু হয়।

শনিবার সকালে এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশে থাকা বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের ধেরুয়া রেল সেতু এলাকায় গিয়ে ইশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা কমিউটার (৯৯) ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ দেওহাটা গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. কামরুল হাসান বলেন, দুর্ঘটনার খবর গাজীপুর জিআরপি পুলিশকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫জুন/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা