কিয়েভের কেন্দ্রীয় জেলায় একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২২, ১২:৩৪| আপডেট : ২৬ জুন ২০২২, ১৩:২৮
অ- অ+
ছবি- রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বার্তাটি দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্ফোরণের কারণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ক্লিটসকো জানান, অ্যাম্বুলেন্স ক্রু এবং উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত দুটি ভবন থেকে বাসিন্দাদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

কিয়েভের এই ঐতিহাসিক জেলাটিতে একটি বিশ্ববিদ্যালয়, রেস্তোরাঁ এবং আর্ট গ্যালারি রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল কিয়েভ দখল করা। কিন্তু পশ্চিমা অস্ত্রের ব্যবহার করে শক্ত প্রতিরোধ গড়তে সক্ষম হয় ইউক্রেন। এতে ব্যর্থ হয়ে মনোযোগ অন্য দিকে সরিয়ে নেয় রাশিয়া।

এরপর থেকেই মস্কো দক্ষিণ ইউক্রেন এবং লুহানস্ক ও দোনেস্ক নিয়ে গঠিত পূর্ব অঞ্চল দনবাসের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই যুদ্ধেই সবচেয়ে ভারী অপ্রতিরোধ্য স্থল কামান মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমও’র স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে তিন দিনের আলোচনা শেষ, আশাবাদী বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা