পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত
ঢাকাটাইমস ডেস্ক
প্রকাশিত : ২৬ জুন ২০২২, ২১:২০| আপডেট : ২৬ জুন ২০২২, ২১:২২

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। রবিবার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৬জুন/কেএম)

মন্তব্য করুন