৩ জুলাই থেকে ১২ জেলায় দুদকের নতুন কার্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২২, ১৯:০১
অ- অ+

দুর্নীতি দমন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ১২ জেলায় নতুন কার্যালয় স্থাপন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩ জুলাই হতে এই কার্যালয়গুলি চালু হবে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দুদক বলেছে, বর্তমানে ২৪টি জেলা কার্যালয়/সমন্বিত জেলা কার্যালয়ের মাধ্যমে দুদকের কার্যক্রম চলমান রয়েছে।

নতুন করে যে ১২টি জেলায় কার্যালয় খোলা হচ্ছে তার মধ্যে নারায়ণগঞ্জ জেলা অফিস থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার কার্যক্রম চালানো হবে।

গাজীপুর জেলা অফিস থেকে গাজীপুর ও নরসিংদী কার্যক্রম; গোপালগঞ্জ জেলা অফিস থেকে গোপালগঞ্জ কার্যক্রম; কিশোরগঞ্জ জেলা অফিস থেকে কিশোরগঞ্জ কার্যক্রম; জামালপুর জেলা অফিস থেকে জামালপুর ও শেরপুর কার্যক্রম; নওগাঁ জেলা অফিস থেকে নওগাঁ ও জয়পুরহাট কার্যক্রম চালানো হবে।

ঠাকুরগাঁও জেলা অফিস থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কার্যক্রম; কুড়িগ্রাম জেলা অফিস থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার কার্যক্রম; চাঁদপুর জেলা অফিস থেকে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার কার্যক্রম; বাগেরহাট জেলা অফিস থেকে বাগেরহাট ও সাতক্ষীরা কার্যক্রম; ঝিনাইদহ জেলা অফিস থেকে ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার কার্যক্রম এবং পিরোজপুর জেলা অফিস থেকে পিরোজপুর ও ঝালকাঠি কার্যক্রম চালানো হবে।

এর আগে গত ১ জানুয়ারি থেকে সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার (কক্সবাজার ও বান্দরবন জেলা) এবং ৩০ মার্চ হতে সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর (মাদারীপুর ও শরীয়তপুর) এর কার্যক্রম চালাচ্ছে দুদক।

(ঢাকাটাইমস/২৯জুন/কেআর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা