মির্জাপুরে ৬৮১ জন পুলিশ কনস্টেবলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২২, ১৯:৩৬
অ- অ+

মির্জাপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) প্যারেড গ্রাউন্ডে ৫১তম মৌলিক প্রশিক্ষণ টিআরসি ২০২১ ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে ৬৮১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। এ সময় তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

অনুষ্ঠানে পিটিসি টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি ওয়াই এম বেলালুর রহমান, পিটিসির পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (প্রশাসন) সালমা সৈয়দ পলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন, মানবিক পুলিশ হয়ে দায়িত্ব পালন করতে হবে। সরকার পুলিশ বাহিনীকে আধুনিক ও জনবান্ধব পুলিশে রূপান্তর করতে কাজ করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে সোনার বংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশের রূপকল্প ঘোষণা করে সেই লক্ষ বাস্তবায়নে কাজ করতে হবে।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা