ভারতের মনিপুরে ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ১২:৪৬
অ- অ+

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরে প্রবল বৃষ্টিতে ভূমিধসে নিহত হয়েছে অন্তত ১৪ জন। ঘটনায় এখন পর্যন্ত আরো অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, মনিপুরের ননী জেলায় টুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন সাইটের কাছে একটি সেনা ক্যাম্পে বুধবার গভীর রাতে ওই ভূমি ধসের ঘটনা ঘটে।

আরো জানা যায়, জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত রেললাইন নির্মাণ কাজের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের নিকট আঞ্চলিক সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছিল। ভূমিধসের সময় তারা তাঁবুর ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।

উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে অন্তত সাতজনই টেরিটোরিয়াল আর্মির সদস্য বলে জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিবার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কাদা-মাটিতে চাপা পড়া ১৯ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। সেই সঙ্গে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু ভারি বৃষ্টি পাতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে তাদের।

জেলা ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রেলকর্মী ও সেনা সদস্যসহ মোট ৮১ জন ওই ক্যাম্পে ছিলেন। এদের মধ্যে মাত্র ১৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিদের পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে।

(ঢাকাটাইমস/১জুলাই/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা