কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডে নাদাল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ১৯:১৯
অ- অ+

চলতি বছর ইতিমধ্যেই দুটো গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে গেছে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের। এবার তৃতীয়টি জয়ের লক্ষ্যেই উইম্বলডনে অংশ নিয়েছেন তিনি। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই জয়গুলো সহজে ধরা দিতে চাচ্ছে না। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও জয় পেতে বেশ কষ্ট পোহাতে হয়েছে নাদালকে।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে লিথুয়ানিয়ান তারকা টেনিসার রিকার্দাস বেরাংকিসকে পান ২১বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। তৃতীয় রাউন্ডের ওঠার ম্যাচে প্রতিক্ষকে ৩-১ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা।

ম্যাচের প্রথম দুই সেটে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৫০ নম্বরে থাকা তারকাকে জিততে দেননি নাদাল। প্রথম দুই সেটেই ৬-৪ ব্যবধানে জিতে নেন তিনি। ফলে প্রথম দুই সেট জিতে ২-০ ব্যবধানে লিড নেন নাদাল। তাই আর মাত্র একটি সেটে জয়ের দরকার ছিল তার।

কিন্তু তৃতীয় সেটে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় বেরাংকিস। নাদালের বিপক্ষে এই সেট জিতে নেন ৬-৪ ব্যবধানে। অবশ্য চতুর্থ সেটে গিয়ে আর পেরে উঠেনি বেরাংকিস। ৬-৩ ব্যবধানে এই সেট জিতে তৃতীয় রাউন্ডে পা দেন দ্বিতীয় বাছাই নাদাল।

(ঢাকাটাইমস/০১জুলাই/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা