কুমিল্লায় বাসা ভাড়া নিয়ে যৌন ব্যবসা, আটক ৫

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২২, ২১:২০| আপডেট : ০৫ জুলাই ২০২২, ২১:৪৪
অ- অ+

কুমিল্লার মুরাদনগরে যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার নিমাইকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করে সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হাসিম।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মো. নুরুল ইসলাম ওরফে শিশু মিয়ার ছেলে রাজীব মিয়া (২৭), নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ওয়াসিম মিয়া (৩২), জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী পাত্তর পাড়ার বিল্লাল হোসেনের স্ত্রী জেসমিন বেগম রুনা (৪০), একই পরিবারের জেসমিন বেগম রুনার ননদ খলিল মিয়ার মেয়ে আকলিমা আক্তার (১৯) ও জেলার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের হোসেন মিয়ার স্ত্রী শিউলী আক্তার (২৫)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা যৌন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/৫জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা