জাফলংয়ে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া মাহিদুল ইসলাম (১৯) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তিনি নরসিংদীর বাগহাটা এলাকার দোলোয়ার মিঞা’র ছেলে।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নরসিংদী থেকে মাহিদুল ইসলাম তার বন্ধুবান্ধব ও নিকট আত্মীয়দের ১২ সদস্যের একটি দল জাফলংয়ে বেড়াতে আসেন। সেখানে আসার পর দুপুর বারোটার দিকে ৩ জন পানিতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে পারলেও মাহিদুল পানিতে তলিয়ে যান। দুপুর ২.১৫ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল অনেক চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ছয়টায় তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
(ঢাকাটাইমস/১২জুলাই/এআর)

মন্তব্য করুন