হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২২, ২২:২৬
অ- অ+

হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো ২০ জন। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত দুলাল ইউনিয়নের শংকরপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শংকরপুর গ্রামের মাস্টার বাড়ি ও সর্দার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ নিষ্পত্তির জন্য শুক্রবার সালিশ হওয়ার কথা ছিল। ওই সালিশকে কেন্দ্র করে সর্দার বাড়ির পক্ষের দুলাল মিয়া পাশের গোসাই বাজারে এলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ ঘটনার খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুলাল মিয়াকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আছেন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গত ৮ মাসে পাচার হয়েছে ৯০ হাজার কোটি টাকা: মির্জা আব্বাস
গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই: তথ্য উপদেষ্টা
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা