ডিএমপির চার যুগ্ম পুলিশ কমিশনারকে পদায়ন, জানুন কে কোন দায়িত্বে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
পদায়ন কর্মকর্তাদের মধ্যে টুটুল চক্রবর্তীকে যুগ্ম কমিশনার (হেডকোয়ার্টার্স), বিপ্লব বিজয় তালুকদারকে ডিএমপির ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার, খোন্দকার নুরুন্নবীকে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার এবং সঞ্জিত কুমার রায়কে যুগ্ম কমিশনার (ট্রান্সপোর্ট) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গোয়েন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার ছিলেন মোহাম্মদ হারুন অর রশীদ। ১৩ জুলাই তিনি ডিবিপ্রধানের দায়িত্ব পান।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএস)

মন্তব্য করুন