দেখেন তো চিনতে পারেন কি? ইনি আমাদেরই নায়ক, নতুন সাকিব আল হাসান

মাথা ভর্তি কোঁকড়ানো চুল, চিরল গোঁফ, হাতা গোটানো শার্ট আর গলায় থাকা রূপালি চেইনে ঝুলছে লকেট। দেখতে অনেকটা দক্ষিণ ভারতের মানুষের মত। রবিবার সন্ধ্যায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ফেসবুক পেজে নিজের এমনি একটি ছবি পোস্ট করেছেন।
বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার ওই ছবিটার লোকেশন মার্ক করেছেন ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন’ (বিএফডিসি)। কিন্তু হঠাৎ কেন সাকিব আল হাসানের এই হাল? এফডিসিতেই বা কী করছেন ক্রিকেট মাঠের মহাতারকা? এফডিসি তো অভিনয়শিল্পীদের জায়গা।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি বিজ্ঞাপনচিত্রের জন্য এমন লুক ধারণ করেছেন সাকিব আল হাসান। যেটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের ‘জিপি অ্যাপ’-এর বিজ্ঞাপন এটি। রবিবার ও সোমবার দুই দিন সময় নিয়ে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ হচ্ছে।
সাকিব আল হাসান অনেক আগে থেকেই গ্রামীণফোনের শুভেচ্ছাদূত। তাদেরই একটি অ্যাপের বিজ্ঞাপনে মডেল হয়েছেন জার্সি নাম্বার ৭৫। তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
(ঢাকা টাইমস/২৪ জুলাই/এলএম/এএইচ)

মন্তব্য করুন