নিজেরাও ভালো থাকুন আমাকেও ভালো থাকতে দিন: সাংবাদিকদের সুবহা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২২, ১৭:১০
অ- অ+

পাঁচ/ছয় মাস ধরে ইলিয়াসের পরিবার এবং আমার পরিবার নিয়ে মীমাংসার জন্য আমাকে বলা হচ্ছিল। এজন্য আমি তাদের সাথে মীমাংসা করে ফেলেছি। পাশাপাশি কেসও তুলে নিয়েছি, সেও তাই করেছে। আর যা হয়েছে দুজনেরই জীবনের ভালোর জন্য। দুই পরিবার এবং গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও অনুরোধে সবকিছু হয়েছে।

এখন দেনমোহরের টাকা আর কিছু ক্ষতিপূরণ দিয়ে সাধু হওয়ার চেষ্টায় আমাকে হেয় প্রতিপন্ন করেই যাচ্ছে সামাজিকভাবে। দেনমোহরের টাকা দিয়ে এত নাটক করার কী আছে? না দিতে পারলে বলতো আমরা দিতে পারবো না, তখনই মীমাংসার সময়ে। কিন্তু তখন এই কথাগুলো বলেনি তার পরিবার!!

শুধুমাত্র আমাকে ছোট করার জন্যই সামাজিকভাবে এইসব বলা এবং করা হচ্ছে। অথচ মীমাংসার আপসনামায় স্পষ্ট করে লেখা আছে, কেউ কারো বিরুদ্ধে সামাজিকভাবে কোনো হেয় প্রতিপূর্ণমূলক কথা একে অপরকে বলবো না এবং একে অপরের মামলা নিজ দায়িত্বে তুলে ফেলবো।

বিয়ের পর আইনগতভাবে দেনমোহরের ভরণপোষণ খোরপোষণের টাকা প্রতিটা মেয়ের প্রাপ্য অধিকার এবং এটি অবশ্যই হালাল ইসলামিক শরীয়া মোতাবেক। কারণ তার সাথে আমার ভালোবেসে বিয়ে হয়েছিল। সংসার তো আমি শেষ অবধি করতে চেয়েছি। শুধু সংসার বাঁচানোর জন্য আমি তো তার মত তাকে ছেড়ে কোথাও যাইনি।

আর আমি তাদের মতো কাউকে বলিও নাই, আসেন আমার সাথে মীমাংসা করেন এবং টাকা দিয়ে আমাকে উদ্ধার করেন।

আমি আর কোনো প্রকারের কাদা ছোঁড়াছুড়ি করতে চাই না। দুই পরিবারের সম্মানের দিকে তাকিয়েছি, এ জন্যই মীমাংসা করেছি। আইনের প্রতি আমার শ্রদ্ধা এবং আস্থা ছিল আছে এবং থাকবে। এবং আল্লাহ যা করেছেন মঙ্গলের জন্যই করেছেন।

সাংবাদিক ভাই ও বোনদের কাছে এতটুকুই বলতে চাই, বিয়ের পর আমাদের জীবনে সমস্যার তৈরি হয়েছিল তা আমরা পারিবারিক এবং আইনগত ভাবে মিটিয়ে নিয়েছি। আর আমাদের দুই জনার আপসনামাটা দেখে পরে নিউজ কইরেন, কাগজের বাইরে কথা না বলাই ভালো।

তাই একতরফা মনগড়া ভাইরাল হেডলাইন দিয়ে মানুষকে আর আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে নিউজ করে বিভ্রান্ত করবেন না। নিজেরাও ভালো থাকুন আমাকেও ভালো থাকতে দিন।

চিত্রনায়িকা সুবাহর ফেসবুক পেজ থেকে নেওয়া

(ঢাকা টাইমস/২৬ জুলাই/এলএম/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা