অস্ত্রোপচারের পর কেমন আছেন গায়ক ফেরদৌস ওয়াহিদ?

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২২, ১০:০৬| আপডেট : ২৭ জুলাই ২০২২, ১১:০২
অ- অ+

দুই সপ্তাহ ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন একসময়ের জনপ্রিয় পপ গায়ক ফেরদৌস ওয়াহিদ। মঙ্গলবার বিকালে সেখানে তার হার্টে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে আছেন ফেরদৌস ওয়াহিদ। মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন গায়কের ছেলে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

কিন্তু ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফেরদৌস ওয়াহিদ। সে কথাও ছেলে হাবিব ওয়াহিদ জানিয়েছেন তার ফেসবুক পোস্টে।

হাবিব লিখেছেন, ‘আপনাদের দোয়ায়, মহান আল্লাহর ইচ্ছায় জনাব ফেরদৌস ওয়াহিদ ওপেন হার্ট বাইপাস সার্জারির পর আস্তে আস্তে তার চিরচেনা রূপে ফিরছেন। উনার পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার জাহাঙ্গীর কবির, যিনি এ দেশের অত্যন্ত স্বনামধন্য একজন হার্ট সার্জন। সার্জারিটি মোটেও সহজ ছিল না, কিন্তু উনার দক্ষ হাতে খুব ভালোভাবেই তা সম্পন্ন হয়।’

‘ডাক্তার সাহেবের প্রতি রইল আমাদের পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। ঢাকার ইউনাইটেড হাসপাতালে অনেক যত্ন সহকারে তারা আমাদের প্রিয় এই পপ সম্রাটের দেখাশোনা করেছেন, যা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। তাই তাদের সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

গত ১৪ জুলাই রাতে হার্ট অ্যাটাক করেন গায়ক ফেরদৌস ওয়াহিদ। এরপর দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। ৭০ বছর বয়সী এই গায়ক কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছেন। ২০২০ সালে করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন। সে সময় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়ে সুস্থ হন।

(ঢাকা টাইমস/২৭ জুলাই/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জের ঘৃণ্য-বর্বর হামলার বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা