চুয়াডাঙ্গায় সাপের দংশনে প্রাণ গেল বৃদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২:৫২ | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২২, ১১:৪৯

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের দংশনে রহিমা খাতুন (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রহিমা খাতুন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর বাজারপাড়ার সিরাজুল ইসলাম বগার স্ত্রী।

পরিবারের লোকজন জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন রহিমা খাতুন। সকাল ৬টার দিকে ঘুমিয়ে থাকা অবস্থায় তার পায়ে বিষধর সাপে দংশন করে। পরিবারের অন্য সদস্যরা রহিমা খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেয়।

এদিকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান রহিমা খাতুন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, রহিমা খাতুন নামের এক বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় সকালে জরুরি বিভাগে নেয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। তার শরীরে অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করা হয়ে। সকাল ৯টার দিকে মারা যান তিনি। হাসপাতালে নিতে দেরি হওয়ার কারণে তার অবস্থার অবনতি হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৩আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :