তুরাগে ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৩:৩৫ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১২:০০

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে লাগা আগুনে দগ্ধ আল আমিন নামে আরও একজন মারা গেছেন।

সোমবার রাত পৌনে চারটার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ ছিল।

মঙ্গলবার সকালে মৃত আল আমিনের স্ত্রী রাশিদা বেগম ঢাকা টাইমসকে মৃত্যুর কথা নিশ্চিত করেন।

মঙ্গলবার সকালে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘দগ্ধ বাকি দুইজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা ভালো নয়।’

আল আমিনকে নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়াল। বাকি দুইজনের শারীরিক অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।

মৃত আল আমিন শেরপুর সদর উপজেলার লাল মিয়ার ছেলে। তার একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি পরিবার নিয়ে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া ভাবনারটেক এলাকায় থাকতেন। তুরাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন আল আমিন।

গত শনিবার তুরাগ থানার কামারপাড়া রাজাবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে আটজন দগ্ধ হয়েছিলেন।

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :