প্রথমবার একসঙ্গে অপূর্ব-হিমি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১৪:৫১
অ- অ+

নাট্য জগতে গত কয়েক বছরে যারা বেশ সাড়া ফেলেছেন, জান্নাতুল সুমাইয়া হিমি তাদের অন্যতম। এরইমধ্যে বহু দর্শকপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। তাকে সবচেয়ে বেশি দেখা গেছে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে। সেই হিমি এবার প্রথমবার জুটি বাঁধলেন ছোটপর্দার প্রথম সারির তারকা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে।

একটি খন্ড নাটকে একসঙ্গে দেখা যাবে দুই প্রজন্মের এই দুই তারকাকে। নাটকের নাম ‘ফিরে এসো সুরঞ্জনা’। সোমবার থেকে রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে। শেষ হবে মঙ্গলবার। নাটকটি পরিচালনা করছেন মো. তৌফিকুল ইসলাম।

এখানে হিমিকে দেখা যাবে রাত্রি চরিত্রে। দুই সাবেক প্রেমিক-প্রেমিকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। দুজনই সম্পর্কের একটা পর্যায়ে একে-অপরকে এড়িয়ে চলতে শুরু করে। তবে কারণে-অকারণে তারা আবার দেখা করে। তারই মধ্যে তাদের বিয়ে ঠিক হয়।

অপূর্বর সঙ্গে প্রথমবার কাজ প্রসঙ্গে হিমি বলেন, ‘ক্যারিয়ারে অনেকেরই সঙ্গে কাজ করেছি। তবে এতদিন ব্যাটে বলে মিলেনি বলে অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করা হয়নি। এই প্রথমবার তার সঙ্গে কাজ করছি। প্রথম কাজ হলেও প্রথম মনে হচ্ছে না। তিনি অনেক হেল্পফুল।’

হিমি আরও বলেন, ‘শুধু অপূর্ব ভাই নয়, এই নাটকের নির্মাতাসহ পুরো টিমের সঙ্গে প্রথম কাজ করছি। তবে মনে হচ্ছে টিমটি অনেক চেনা-জানা। অনেক বছর ধরে কাজ করছি। সবাই কাজে খুব হেল্প করছে। সবকিছু মিলিয়ে দর্শক ভালো একটি কাজ উপহার পেতে যাচ্ছেন।’

জানা গেছে, ‘ফিরে এসো সুরঞ্জনা’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এরপর অবমুক্ত হবে ইউটিউবে।

(ঢাকা টাইমস/০৯ আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা