হাজারীবাগে এক মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১৯:৪০
অ- অ+

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মো. রাহাত আলী মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-২। এ সময়ে তার কাছ থেকে ১৬৯ বোতল ফেন্সিডিল এবং দুইটি মোবাইল উদ্ধার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাটাইমসকে এ তথ্য জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক ।

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে র‌্যাব-২ এর একটি দল জানতে পারে দুই থেকে তিনজন মাদক চোরাকারী ফেনসিডিল নিয়ে হাজারীবাগ থানার সোনাতনগর এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাবের ওই দলটি সেখানে বিশেষ অভিযান চালায়। অভিযানে মো. রাহাত আলী নামে এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১৬৯ বোতল ফেনসিডিল পাওয়া যায় এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক রাহাতের বরাত দিয়ে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক ঢাকাটাইমসকে বলেন, তারা পরস্পর যোগসাজোসে দীর্ঘ দিন ধরে নিষিদ্ধ ফেনসিডিল এনে ঢাকার বিভিন্ন জায়গা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আটক মো. রাহাত আলী দিনাজপুর জেলার মো. আলমগীরের ছেলে।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/এএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা