সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০২২, ১০:৫৯ | প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ২৩:১৪

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আরমানীটোলা ঢাকার সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে ভ্যাট আদায়ের ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের চেয়ে কম ভ্যাট আদায় করে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে এ অভিযান হয়।

বুধবার (১০ আগস্ট) সকালে দুদকের সহকারী পরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম ওই অফিসে অভিযান চালায়। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মু. আরিফ সাদেক।

এনফোর্সমেন্ট অভিযানকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট রফিকুল ইসলাম গত ২৭ জুলাই চট্রগ্রামে প্রশিক্ষণে আছেন। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই প্রতি শনিবার ঢাকার উক্ত অফিসে অফিস করেন। তাকে না পেয়ে এনফোর্সমেন্ট টিমের দুজন সদস্য ব্যবসায়ীর ছদ্মবেশে উক্ত অফিসের আরেকজন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাঈন উদ্দিন আরমানের কাছে ভ্যাট সংক্রান্ত সেবা নিতে যান। তখন ওই কর্মকর্তা তাদেরকে ঘুষের বিনিময়ে অনৈতিক সুবিধা দিতে রাজি হন।

এছাড়া এই বিষয়ে রাজস্ব কর্মকর্তা সুদীপ্ত শেখর দাসকে জানানো হলে তিনিও দুদক কর্মকর্তাদের অসহযোগিতামূলক আচরণ করেন। দুদকের অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তা পুরো বিষয়টি বিভাগীয় কর্মকর্তাকে জানান।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিবেন বলে এনফোর্সমেন্ট টিমকে জানিয়েছেন। অভিযান প্রসঙ্গে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।

(ঢাকাটাইমস/১০আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

বুথ ভেঙে নিরাপত্তাকর্মীকে হত্যা, বেরিয়ে এল রহস্য

জাল সার্টিফিকেট: প্রয়োজনে কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার

প্রবাসীদের ফেসবুক-ইনস্টাগ্রাম হ্যাক করে ব্লাকমেইলিংয়ে অর্ধকোটি টাকা আত্মসাৎ, দুজন গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :