দ্রুতই ভোজ্যতেলের দাম সমন্বয়, কাজ করছে ট্যারিফ কমিশন: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ১৩:১৫| আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৪:৪২
অ- অ+

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও প্রতিবেশী দেশগুলোর তুলনায় তা এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী এও বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে সেটা তুলনামূলক অনেক বেশি।

আর ডলারের দাম বাড়ার কারণে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে এখনই ভোজ্যতেলের দাম কমানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তবে তিনি আশ্বস্ত করছেন, দ্রুতই ভোজ্যতেলের দাম সমন্বয় করা হবে। দাম সমন্বয় করার জন্য ট্যারিফ কমিশন কাজ করছে।

বৃহস্পতিবার সচিবালয়ে কেবিনেট বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেলের দাম সমন্বয়ের বিষয়টি ট্যারিফ কমিশন দেখছে। খুব শিগগিরই সমন্বয় করা হবে। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও প্রতিবেশী দেশের তুলনায় এখন জ্বালানি তেলের দাম কম।’

এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার পরে পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে। এজন্য ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা ঠেকাতে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের একার কিছুই করার নেই মন্তব্য করে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশনসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

(ঢাকাটাইমস/১১আগস্ট/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমওর প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা