ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ২০:৪৭

মানিকগঞ্জে সাটুরিয়ায় গৃহবধূকে ধর্ষণ মামলায় ইউপি সদস্য দেলোয়ার হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে বুধবার রাতে বরাইদ ইউনিয়নের সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেলোয়ার হোসাইন সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

এজাহার সূত্রে জানা যায়, অভাবেব কারণে ভিজিএফ কার্ডের জন্য কিছুদিন ধরেই ইউপি সদস্যের পেছন পেছন ঘুরছিলেন ওই গৃহবধূ। গত বুধবার রাতে ইউপি সদস্য দেলোয়ার তাকে ফোন করে তার বাড়ি থেকে কার্ড নিয়ে যেতে বলেন। কিন্তু তার স্বামী বাড়িতে না থাকায় তিনি সকালে যাবে বলে ফোনের লাইন কেটে দেন।

ওই রাতেই দেলোয়ার কার্ড দেওয়ার অজুহাতে গৃহবধূর বাড়ি যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করেন দেলোয়ার। এ সময় নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে দেলোয়ারকে আটক করে রাখে এলাকাবাসী। পরে মীমাংসার কথা বলে স্থানীয় মাতব্বর তাকে ছাড়িয়ে নিয়ে যান।

এ ঘটনায় বুধবার রাতেই ওই নারী সাটুরিয়া থানায় ইউপি সদস্যের নামে মামলা করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, মামলার পরপরই দেলোয়ার হোসেনকে বরাইদ ইউনিয়নের সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :