অটোচালকের ধারালো অস্ত্রের আঘাতে কুবি শিক্ষার্থী জখম

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২২, ২২:০৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী আব্বাস উদ্দীনকে স্থানীয় রবিউল ও মাইনুদ্দীন নামে দুই অটোচালক বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার কোটবাড়ি মোড়ের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাইনুদ্দিন নামে একজনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী অটোচালক আবুল কালাম বলেন, স্টুডেন্ট মামা রবিউলের (অভিযুক্ত) অটোতে বসেছিলেন। রবিউল অটো ছাড়তে দেরি করলে তিনি অন্য অটোতে উঠে যান। রবিউল ক্ষিপ্ত হয়ে সেই মামাকে অটোতে উঠতে বাধা দেন এবং মামাকে গালাগালি শুরু করে, এক পর্যায়ে স্টুডেন্ট মামাকে ধারালো কিছু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

আহত শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আনা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শুরু করে কুমিল্লা মেডিকেলে স্থানান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার (মুক্তা) বলেন, তার পুরো শরীরে মালটিপল লেচারেটেড ইঞ্জুরি হয়েছে। চোখে ও বুকের দুই পাশে গুরুতর আঘাত পেয়েছে। তার চোখের আঘাতের কারণে ব্রেনেও সমস্যা হতে পারে। তবে ২৪ ঘণ্টা অবজারভেশনের আগে বলা যাচ্ছে না- সে ব্রেইনে আঘাত পেয়েছে কিনা।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :