ভোক্তা অধিকার: কমেছে অভিযান, বেড়েছে জরিমানা

মোয়াজ্জেম হোসেন, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ২১:৩৯
অ- অ+

২০২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়মের অভিযোগে চার কোটি ২০ লাখ ৫৬ হাজার ৩০০ টাকার বেশি জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে জরিমানা আদায়ের পরিমান বাড়লেও কমেছে অভিযানের সংখ্যা।

২০২০-২১ অর্থবছরে সংস্থাটি বিভিন্ন অভিযান এবং অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে মোট জরিমানা করে ১৩ কোটি ৮৩ লাখ আট হাজার ৩০০ টাকা। আর ২০২১-২২ অর্থবছরে করেছে ১৮ কোটি তিন লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে ১১ হাজার ৯৫৩টি। আর ২০২১-২২ অর্থবছরে ১০ হাজার ৬২৫টি। অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে এক হাজার ৩২৮টি অভিযান কম পরিচালনা করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে বাজার অভিযানের মাধ্যমে ২২ হাজার ৯৯৬টি প্রতিষ্ঠানকে দণ্ড দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে দণ্ড দেওয়া হয়েছে ২৫ হাজার ৬১৩টি প্রতিষ্ঠানকে। অর্থাৎ দ্বিতীয় বছরে অভিযান কম পরিচালনা করা হলেও দুই হাজার ৬১৭টি প্রতিষ্ঠানকে বেশি দণ্ড দেওয়া হয়েছে। অভিযানের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে ১৩ কোটি ৩৬ লাখ তিন হাজার ৭০০ টাকা আর ২০২১-২২ অর্থবছরে ১৭ কোটি ৫৯ লাখ ১২ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। হিসাব অনুযায়ী ২০২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে অভিযানে চার কোটি ২৩ লাখ নয় হাজার ২০০ টাকা বেশি জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এদিকে অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে ৬৮৫টি প্রতিষ্ঠানকে ৪৭ লাখ চার হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। আর ২০২১-২২ অর্থবছরে ৬২১টি প্রতিষ্ঠানকে ৪৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে ৬৭১ জন অভিযোগকারীকে ২৫ শতাংশ হিসাবে ১১ লাখ ৬৮ হাজার ২৭৫ টাকা দেওয়া হয়েছে। আর ২০২১-২২ অর্থবছরে ৬০৭ জন অভিযোগকারীকে ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০২০-২১ অর্থবছরে সরকারি কোষাগারে জমা দিয়েছে ১৩ কোটি ৭৪ লাখ ১৯ হাজার ৫২৫ টাকা। আর ২০২১-২২ অর্থবছরে জমা দিয়েছে ১৭ কোটি ৯১ লাখ ১১ হাজার ৫০ টাকা। অর্থ্যাৎ ২০২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে চার কোটি ১৬ লাখ ৯১ হাজার ৫২৫ টাকা বেশি জমা হয়েছে সরকারি কোষাগারে।

২০২০-২১ অর্থবছরে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ জমা পড়েছে ১৪ হাজার ৯১০টি। এর সবকটিই নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। আর ২০২১-২২ অর্থবছরে অভিযোগ জমা পড়েছে ১২ হাজার ৭৬৭টি। এর মধ্যে নিস্পত্তি করা হয়েছে নয় হাজার ৬৫৪টি। অনিস্পন্ন আছে তিন হাজার ১১৩টি অভিযোগ।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা