যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২২:১৬ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ২২:১৩

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিক হাবু নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তিনি ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিটের সভাপতি ছিলেন।

মঙ্গলবার রাত সোয়া ৮টায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার নাম আলী আহমেদ হাওলাদার। তারা যাত্রাবাড়ী মীরহাজিরবাগ এলাকাই থাকতেন।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ভাই সুমন বলেন, সোমবার কয়েকজন বিএনপিকর্মীর সঙ্গে ইন্টারনেটের লাইন নিয়ে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে আজ সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত আমার ভাইকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ইন্টারনেট ব্যবসা নিয়ে যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তারাই এই কাজ করে থাকতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী থেকে ছুরিকাঘাতে আহত এক যুবককে এখানে আনা হয়েছিল। আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া জানান, নিহত ব্যক্তি একজন আওয়ামী লীগের নেতা ছিলেন বলে জানতে পেরেছি। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

রাজধানীর যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, মীরহাজীরবাগ এলাকায় একজন আ.লীগ নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে শুনেছি। থানা থেকে পরিদর্শক তদন্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেছেন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এএইচ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

গাজীপুরে বিপুল হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বন্ধুর শিক্ষা-জন্মসনদে নিজের ছবি বসিয়ে চাকরি, ১৯ লাখ টাকা নিয়ে উধাও

অভিনব কায়দায় ইয়াবা বহন, দুই মাদক চোরাকারবারি আটক

'আল্লাহ আমার দুই ছেলেকে নিয়ে গেছেন, অপরাধীরা যেন শাস্তি পায়'

দুই শিশুর মৃত্যু: বালাইনাশক কোম্পানির চেয়ারম্যান ও এমডি গ্রেপ্তার

শিক্ষাসফরে বাগানবাড়িতে ছাত্রীর সঙ্গে পরিচয়, এরপর যা করলেন গভর্নিং বডির সদস্য, ভিডিও ভাইরাল

গাজীপুরে বিউটিশিয়ান রুবিনা হত্যার পেছনে দাম্পত্য কলহ, অভিযুক্ত স্বামী গ্রেপ্তার: র‌্যাব

গাজীপুরে বিউটিশিয়ান রুবিনা হত্যায় দুজন গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০

ড. ইউনূসের প্যানেল আইনজীবীকে ফোনে হত্যার হুমকি

এই বিভাগের সব খবর

শিরোনাম :