ভারতবিরোধী অপপ্রচারের অভিযোগে আটটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ

ভারতবিরোধী অপপ্রচারের অভিযোগে পাকিস্তানের একটিসহ মোট আটটি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক সম্পর্ক এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ভুয়া এবং অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ওই আটটি ইউটিউব চ্যানেলকে ‘ব্লক’ করা হয়েছে।
এসব চ্যানেলের মধ্যে একটি পাকিস্তানের। বাকিগুলো সব ভারতের। আটটি চ্যানেলের সম্মিলিত দর্শকসংখ্যা (ভিউয়ারশিপ) প্রায় ১১৪ কোটি। এর পাশাপাশি ‘ভারতবিরোধী অপপ্রচারের’ অভিযোগে বৃহস্পতিবার দুটি ফেসবুক পোস্ট এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট ‘ব্লক’ করার কথা জানিয়েছে কেন্দ্র।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ‘২০২১ সালের সংশোধিত তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আটটি ইউটিউব চ্যানেলের তালিকা প্রকাশ করে কেন্দ্রের দাবি, অপপ্রচার চালানোর পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ইউটিউব চ্যানেলগুলোর কয়েকটির বিরুদ্ধে জনপ্রিয় টিভি চ্যানেলের ‘লোগো’ নকল করে মিথ্যা খবর প্রচারের অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে।
গত বছরের ডিসেম্বর মাস থেকে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে শতাধিক ইউটিউব চ্যানেল বন্ধ করেছে কেন্দ্র।
(ঢাকাটাইমস/১৮আগস্ট/আরআর)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

পাকিস্তানে আরেক জায়গায় বোমা হামলায় নিহত ৫

গ্রিসের এক গুহা পরীক্ষার পর চোখ কপালে গবেষকদের

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৫২

সাবেক ওয়াগনার কমান্ডার ট্রোশেভের সঙ্গে দেখা করলেন পুতিন

ইকুয়েডরের নির্বাচনী হত্যাকাণ্ডের তথ্যের জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজ্জার হত্যাকাণ্ডে ভারত-কানাডা উত্তেজনার মধ্যেই ব্লিঙ্কেন-জয়শঙ্কর বৈঠক

নাইজারে হামলায় জান্তার এক ডজন সেনা নিহত

ভারত বিশ্বকাপে হরদীপ সিং হত্যা বদলার হুমকি খালিস্তানি নেতার

গাঁজা খেয়ে টালমাটাল ভেড়ার পাল
