কলাপাড়ায় বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২২, ১৬:৩২
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়ায় বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলাবার বেলা ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়ায় এ সহায়তা বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৭ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র বাস্তবায়নে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।

ওই ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের জেলে ও বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, চিড়া, মুড়ি, লবণ, মসলা ও বোতলজাত পানিসহ একটি করে প্যাকেট তাদের হাতে তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রী হাতে পেয়ে পরিবারগুলোর সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে। চারিপাড়ার ৫ নং ওয়ার্ডের রবেজান বেগম, কালাম গাজী, আফেল উদ্দিন, বারেক প্যাদা, ৬ নং ওয়ার্ডের মিনারা বেগম ও জয়নব বেগমসহ অনেকেই সেনাবাহিনীর এ কার্যক্রমে খুশি হন।

তারা বলেন, সেনাবাহিনীর ত্রাণ পেয়ে অনেক খুশি হয়েছি। তারা আমাদের করুণ অবস্থা দেখে পাশে দাড়িঁয়েছে এতে আমরা শুকরিয়া আদায় করছি। এ সময় শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট’র ক্যাপ্টেন মো. সানজিদুর রহমান ও তার টিমের সদস্যসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ক্যাপ্টেন মো. সানজিদুর রহমান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আজ এ ইউনিয়নের দুই ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছি। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা