বিয়ের এক মাসের মাথায় যুবক নিখোঁজ, তিন দিন পর লাশ

আলমডাঙ্গার কাবিলনগর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর তরিকুল ইসলাম নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রামের মাঠের একটি গাছের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরিকুল ইসলাম তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার শাহজাহান আলীর ছেলে। মাসখানেক আগে তরিকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর নববধূকে নিয়ে তরিকুল নিজের বাড়ি ও শ্বশুরবাড়িতে অবস্থানের আনুষ্ঠানিকতা শেষ করে গত সপ্তাহে স্ত্রীকে আনতে আবারও শ্বশুরবাড়ি যান। এ সময় নববধূ তরিকুলের সঙ্গে আর সংসার করবেন না বলে সাফ জানিয়ে দেন। এতে ভীষন মনোকষ্ট নিয়ে তরিকুল বাড়ি ফিরে আসেন।
গত বুধবার (৭ সেপ্টেম্বর) বাড়ি ফিরেই নিখোঁজ হন তরিকুল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার বিকালে তিয়রবিলার মাঠের একটি ছোট বাগানের মধ্যে তরিকুলের গলায় ফাঁস লাগানো লাশ পড়ে থাকতে দেখেন কৃষকরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবারের কোনো এক সময়ে তরিকুল মাঠের ওই বাগানে পাটের আঁশ গলায় পেঁচিয়ে তেঁতুল গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেন। বাগানটিতে লোকজনের যাতায়ত না থাকায় তিনদিন ধরে সেটি কারো চোখে পড়েনি। পরে শুক্রবার বিকালে মাঠের কৃষকরা তরিকুলের লাশ গাছের নিচে পড়ে থাকতে দেখেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাঠ থেকে পাটের আঁশ সংগ্রহ করে গলায় পেঁচিয়ে তরিকুল গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেন। তিন দিনের মধ্যে সেই আঁশ ছিঁড়ে লাশ নিচে পড়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান সাংবাদিকদের জানান, তরিকুল বৈবাহিক জীবনে ভুল বোঝাবুঝির কারণে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

ব্যক্তি-পছন্দের কমিটি গ্রহণযোগ্য নয়: ইমরান আহমদ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রাণী

উত্তাল খরস্রোতা নবগঙ্গা এখন ফসলের মাঠ

পদ্মায় দুই স্পিডবোর্ট সংঘর্ষ: ৫৫ ঘণ্টা পর আরও দুজনের মরদেহ উদ্ধার

তুরষ্ক প্রবাসী রিংকুর খোঁজ মিলছে না, নিশ্চিত পরিবার

হিমছড়ি সৈকত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

‘শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ ভালো আছে’

বিদ্যালয় বন্ধ করে সবাই গেলেন সমাবেশে, উড়ছে জাতীয় পতাকা

ভোলায় যুবলীগ নেতাকে পিটিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই
