ভোরে তুলে নেয়ার অভিযোগ, বিকালে কারাগারে সিলেট যুবদল সম্পাদক

অবশেষে সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেপ্তার দেখালো পুলিশ। বুধবার বিকালে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, পূর্বের একটি নাশকতার মামলায় ভোরে চারটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে মকসুদকে গ্রেপ্তার করে র্যাব-৯। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করলে আমরা তাকে আদালতে পাঠাই। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর মকসুদ আহমদ তৃণমূল যুবদল নেতাদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের পূর্বে তিনি সিলেট জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
বুধবার ভোররাত চারটার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে মকসুদকে র্যাব সদস্যরা তুলে নিয়ে যান বলে অভিযোগ করে তার পরিবার। বিষয়টি দুপুর পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেনি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, মকসুদকে পুলিশ আটক করেনি। মকসুদকে আটক করার কোনো তথ্যও তাঁর কাছে নেই।
মকসুদের ব্যক্তিগত গাড়ির চালক মোহাম্মদ পলাশ বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে র্যাবের বেশ কয়েক সদস্য মকসুদের বাড়ি ঘিরে ফেলেন। এ সময় মকসুদসহ তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন। পরে ভোররাত চারটার দিকে মকসুদকে আটক করে র্যাব সদস্যরা তাদের কার্যালয়ে নিয়ে যান।
মকসুদকে ‘তুলে নিয়ে যাওয়ার’ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা বিএনপি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে মকসুদকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তিনি বলেছেন, কোনো ধরনের মামলা ছাড়াই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ/ইএস)

মন্তব্য করুন