এখন কি পুরোপুরি ‘ফিট’ মোমেন?

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০:১৩
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সঙ্গী হওয়ার তালিকা থেকে নাম বাদ পড়ার পর জানানো হয়েছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ভারত সফরে যেতে পারেননি।

পরের দিন ৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান পররাষ্ট্রমন্ত্রী। সেখানে মন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষার একটি ছবি গণমাধ্যমে আসে।

সেদিন জানা গিয়েছিল, উচ্চ রক্তচাপ ও ভার্টিগো (ঝিমুনি) রোগে আক্রান্ত মন্ত্রী আব্দুল মোমেন।

অসুস্থতার ১০ দিনের মাথায় আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী জানালেন, তিনি এখন সুস্থ। শতভাগ ফিট। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।

ভারত সফর শেষে গত ৮ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শেখ হাসিনা। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী থাকছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে আবদুল মোমেন বলেন, তার যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

আব্দুল মোমেন বলেন, ‘সব ওপর আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ আমি ঠিক আছি। সফরে যাচ্ছি। সব ঠিক আছে। সব ঠিক থাকার পরও তো না যেতে পারি। মারাও তো যেতে পারি!’

প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে বাদ পড়ার পেছনে তার সাম্প্রতিক কিছু উক্তি কারণ কি না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ওগুলো ভিত্তিহীন, বাড়তি কথা।’

গত ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ভারত সফরের আগের দিনও মন্ত্রী জানিয়েছিলেন তিনি সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন। কিন্তু সফরের দিন দেখা যায় পরারাষ্ট্রমন্ত্রীকে ছাড়াই ভারতের উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা। মন্ত্রীর না যাওয়ার কারণ হিসেবে মন্ত্রণালয় থেকে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে তিনি সফরে যেতে পারেননি।

নিয়মানুযায়ী, দেশের সরকারপ্রধান কোনো বৈদেশিক সফরে গেলে পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গ দিয়ে থাকেন।

শারীরিক অবস্থা এখন কেমন- সাংবাদিকদের এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শতভাগ ফিট’।

গত ১২ আগস্ট মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বোঝাতে গিয়ে সিলেটে সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ প্যানিক ছড়ানোর জন্য এমন কথা বলে।’

মন্ত্রীর বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা ও ট্রলের মধ্যে ১৪ আগস্ট সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো ট্রু সেন্সে (আক্ষরিক অর্থে) বেহেশত বলিনি। এটা ছিল কথার কথা। কিন্তু আপনারা তো সবাই মিলে আমারে খায়া ফেললেন।’

এ নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই গত ১৮ আগস্ট চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

তার এমন বক্তব্যে দেশব্যাপী তীব্র সমালোচনা সৃষ্টি হয়। যা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নানান ব্যাখ্যা দিতে হয়। এরপরই ভারত সফর থেকে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/ওএফ/ইএস/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটের আদেশ বৃহস্পতিবার
শ্রমিকদের পাওনা শোধ না করলে মালিকদের জেল: শ্রম উপদেষ্টা সাখাওয়াত
আলভী হত্যা: রেস্তোরাঁয় বসা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা
মির্জা আব্বাসের বিরুদ্ধে সাংবাদিকদের প্লট বরাদ্দের দুর্নীতির মামলা বাতিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা