দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৪
অ- অ+

প্রথিতযশা অর্থনীতিবিদ, খ্যাতিমান জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও মানবকেন্দ্রিক উন্নয়নের পুরোধা ড. কাজী খলীকুজ্জমান আহমদের ওপর সংবর্ধনা গ্রন্থ ‘তারুণ্যে উদ্দীপ্ত বরেণ্য প্রবীণ বিদগ্ধজন: ড. কাজী খলীকুজ্জমান আহমদ’-এর প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় ড. কাজী খলীকুজ্জমান আহমদকে সংবর্ধনা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তাঁর দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান সঞ্চালনাকালে অর্থনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, দেশের উন্নয়নে ড. কাজী খলীকুজ্জমান আহমদ যে সব পরামর্শ মানব উন্নয়নে সরকারকে দিয়ে থাকেন সেগুলো যথাযথ বাস্তবায়ন করা উচিত। তিনি স্থানীয় অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার ওপর জোরারপ করেন।

অনুষ্ঠানে অংশ নেয়া আলোচকরা বলেন, বাংলাদেশের এই অগ্রযাত্রায় অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকারের ইতিবাচক ভূমিকায় ড. কাজী খলীকুজ্জমান আহমদ প্রাতিষ্ঠানিক ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মো. আবদুল করিম। অনুষ্ঠানে আলোচকদের মধ্যে বক্তব্যে দেন, অধ্যাপক শফি আহমদ, ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর শিক্ষা ও প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর শেখ ইকরামুল কবির, এনজিও বাস্তবের পরিচালক মো. জামাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক (এলপিআর) অধ্যাপক ড. নাজমা বেগম, এবং জনাব ফোরকান আহমদ।

গ্রন্থটি প্রকাশ করেছে পালক পাবলিশার্স এবং সম্পাদনা সহযোগিতায় ছিলেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্স- এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের শিক্ষক রেহানা পারভীন, সারা তাসনিম ও শামিম আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে ড. কাজী খলীকুজ্জমান আহমদের স্বরচিত গান দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন উদ্যোক্তা অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল নেশন পত্রিকার সম্পাদক মুহম্মদ মাহবুব রহমান।

সংবর্ধনার প্রতিক্রিয়ায় অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমৃত্যু কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মানব উন্নয়নের জন্য ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের মাধ্যমে উদ্যোক্তা তৈরি, পরিবেশবিদ ও উন্নয়ন কর্মী তৈরিতে নিরলস কাজ করে যাবেন বলেও জানান এই অর্থনীতিবিদ।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা